বাচ্চাদের সর্দি কাশির ঔষধের নাম | বাচ্চাদের কাশির সিরাপের নাম

বাচ্চাদের সর্দি কাশির ঔষধের নাম | বাচ্চাদের কাশির সিরাপের নাম
 

 

 

বাচ্চাদের সর্দি কাশির ঔষধের নাম : ছোট বাচ্চাদের সর্দি বা কাশির জন্য ব্যবস্থা নিতে হয়। তা না হলে বাচ্চাদের সর্দি কাশি থেকে আরও জটিলতার রোগ দেখা দিতে পারে। তাই আপনাকে “বাচ্চাদের সর্দি কাশির ঔষধের নাম”  জানা অনেক বেশি প্রয়োজন তবে বর্তমান সময়ে অনেকে অবহেলার বসত ব্যস্ত বাচ্চাদের সর্দি-কাশির বিষয়ে ততটা গুরুত্ব দেয় না। কিন্তু এটা আসলেই অযুক্তিস্বরূপ, মোটেই ঠিক না। 

 
এই ব্লগ পোস্টের মাধ্যমে “বাচ্চাদের সর্দি কাশির ঔষধের নাম, বাচ্চাদের কাশির সিরাপের নাম, বাচ্চাদের কাশির এন্টিবায়োটিক ঔষধের নামছোট বাচ্চার সর্দি কাশিজ্বর সর্দি কাশির ঔষধের নামবাচ্চাদের কাশির সিরাপ টোফেনবাচ্চাদের সর্দি হলে কি খাওয়া উচিত। বিস্তারিত আপনার অজানা প্রশ্নের সঠিক উত্তর ও তথ্য গুলো নিয়ে আলোচনা করা হয়েছে।  
 
 
বাচ্চাদের সর্দি কাশির ঔষধের নাম, বাচ্চাদের কাশির সিরাপের নাম, বাচ্চাদের কাশির এন্টিবায়োটিক ঔষধের নাম, ছোট বাচ্চার সর্দি কাশি, জ্বর সর্দি কাশির ঔষধের নাম, বাচ্চাদের কাশির সিরাপ টোফেন, বাচ্চাদের সর্দি হলে কি খাওয়া উচিত
বাচ্চাদের সর্দি কাশির ঔষধের নাম

Table of Contents

বাচ্চাদের কাশির সিরাপের নাম

বাচ্চাদের যদি সর্দি কাশি হয় তাহলে ওষুধ  ও বাচ্চাদের কাশির সিরাপ সেবন করার মাধ্যমে এই সমস্যা দূর করতে পারেন। সাধারণত বাচ্চাদের বাচ্চাদের কাশির সিরাপের নাম ও বাচ্চাদের সর্দি কাশির ঔষধের নাম অনেক রয়েছে। এর ভিতর কার্যকারী যেগুলি বাচ্চাদের সর্দি কাশি নিরাময় করার জন্য কাশির সিরাপ এবং ঔষধ হিসেবে আপনি আপনার বাচ্চার সুস্থতার মাধ্যমে ব্যবস্থা নিতে পারেন। 
 

Remocof (বাচ্চাদের কাশির সিরাপের নাম)

বাচ্চাদের নিরাময় করার জন্য ৬৫ টাকা খরচ করে ইনসেপ্টা সেরা বাচ্চাদের কাশির সিরাপটি ব্যবহার করতে পারেন। এই সিরাপটি মাত্র ১০০ মিলি ৬৫ টাকায় পাওয়া যায়। কেনার পূর্বে কর্তৃপক্ষের নিকটে খাওয়ার নিয়ম সহ সঠিকভাবে আপনি এই সিরাপ ব্যবহার করলে, কিছুদিনের ভিতরেই বাচ্চাদের কাশি নিরাময় করতে সক্ষম হবেন।

 

  • বাচ্চাদের কাশির সিরাপটি  অনলাইন থেকে ক্রয় করতে ও আরো বিস্তারিত জানতে ভিজিট করুন অফিসিয়াল ওয়েবসাইট
 

Adolef (বাচ্চাদের কাশির সিরাপের নাম)

এডোলেফ সিরাপ ১০০ মিলি ৫৮.৫০ টাকায় পাওয়া যাচ্ছে। এটি বাচ্চাদের কাশি দূর করার খুবই দুর্দান্ত ও কার্যকরী সিরাপ। বিশেষ করে বাচ্চাদেরকে অতিরিক্ত এই সিরাপ খাওয়ানো যাবে না, প্রতিদিন নিয়ম অনুযায়ী একটু একটু করে খাওয়ালে এক থেকে দুই সপ্তাহের ভেতর ভালো ফলাফল পাওয়া যাবে। 

See also  কিডনি ভালো আছে কিনা বোঝার উপায় | কিডনির পয়েন্ট কত হলে ভালো
 
 

Adovas (বাচ্চাদের কাশির সিরাপের নাম)

এডোভাস সেরা বাংলাদেশের খুবই জনপ্রিয়, যেটা বাচ্চাদের কাশির নিরাময় করার কাজে ব্যবহার করা যায়। এই সিরাপ এর দাম ০০ মিলি ৬৩ টাকা। এই সিরাপ বাচ্চাদের খাওয়ানোর পাশাপাশি বড়দের খাওয়ানোর ফলেও কাশি দূর হওয়ার সম্ভাবনা থাকে।

 

 

 

 

E-cof plus (বাচ্চাদের কাশির সিরাপের নাম)

ই-কফ প্লাস সিরাপ ১০০ মিলি মাত্র ৮০ টাকা। ই-কফ প্লাস বাচ্চাদের কাশি দূর করার জন্য খুবই কার্যকরী আরোও একটি সিরাপ। অতিরিক্ত এই সেরা ব্যবহার করা যায় না বাচ্চাদের জন্য অল্প ব্যবহার করাই ভালো। এক থেকে দুই সপ্তাহ এই সেরা ব্যবহারের ভালো ফলাফল পাওয়া যাবে।

 

 

Abex (বাচ্চাদের কাশির সিরাপের নাম)

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশের খুবই স্বনামধন্য একটি বিশ্বস্ত ওষুধ কোম্পানি। খুব স্বল্প মূল্যে সকল প্রকার ওষুধ বাংলাদেশের মার্কেটে ছেড়েছে। ইবনে সিনা কোম্পানি দ্বারা উৎপাদিত ১০০ মিলি সিরাপের দামবর্তমান বাজারে ৩৫ টাকা।

 


ইবনে সিনা কোম্পানির দ্বারা উৎপাদিত হয়েছে এবেক্স সিরাপ। এই সিরাপ পাওয়া যাচ্ছে ১০০ মিলি মাত্র ৩৫ টাকায়। এবং বিশ্বস্ত এই কোম্পানির দ্বারা উৎপাদিত এই সিরাপটি বাচ্চাদের কাশি দূর করার জন্য অত্যন্ত কার্যকরী। সুতরাং আপনি এই এবেক্স সিরাপ বাচ্চাদের অতিরিক্ত কাশির জন্য প্রয়োগ করতে পারেন।

 

Madhuvas (বাচ্চাদের কাশির সিরাপের নাম)

ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড বাংলাদেশি খুবই জনপ্রিয় একটি ওষুধ কোম্পানি। এই কোম্পানির দ্বারা উৎপাদিত মধুভাস এক সিরাপ যার বাজার মূল্য ১০০ মিলি ৯০ টাকা। বাচ্চাদের যদি শুষ্ক কাশি হয় তাহলে এই সিরাপ ব্যবহার করার ফলে ভালো ফলাফল এক সপ্তাহের ভিতরে আশা করা যায়।

 

 
আরো পড়ুন: 

বাচ্চাদের কাশির সিরাপ টোফেন

বাচ্চাদের কাশির সিরাপ টোফেনঃ সিরাপ টোফেন বাচ্চাদের কাশির জন্য খুবই কার্যকরী এক সিরাপ। স্বাভাবিক পর্যায়ের বাচ্চাদের কাশির জন্য টোফেন সিরাপ প্রয়োগ করা উচিত। তবে ক্ষেত্র বিশেষে আপনি ডাক্তারের সঙ্গে পরামর্শ করে সিরাপ ব্যবহার করার বিষয়ে জেনে নিবেন।

See also  জিংক বি ট্যাবলেট এর উপকারিতা | দাম কত, কাজ কি, খেলে কি হয় ও পার্শ্বপ্রতিক্রিয়া

 

বাচ্চাদের কাশির এন্টিবায়োটিক ঔষধের নাম

1. সেফ ৩ ( Cef3 )

সেফ ৩ নামক এন্টিবায়োটিক এক ঔষধ যেটি ইংরেজিতে লেখা থাকে Cef3 ঔষধের গায়ে। সুতরাং এটি ভালোভাবে দেখে বাচ্চাদের কাশির জন্য ব্যবহার করার ফলশ্রুতিতে ভালো ফলাফল আশা করা যায়।

 

  • বাচ্চাদের কাশির এন্টিবায়োটিক ঔষধ টি অনলাইন থেকে ক্রয় করতে ও আরো ভালো ভাবে জানতে চলে যান, Cef3 arogga.com
 

বাচ্চাদের সর্দি কাশির এন্টিবায়োটিক ঔষধের নামঃ Zimex হলো বাচ্চাদের সর্দি-কাশির এন্টিবায়োটিক ঔষধ। এই ঔষধ শুধু বাচ্চাদের নয় বড়দের পর্যন্ত সর্দি-কাশির জন্য কার্যকরী ঔষধ। Medicin Product Details

 

বাচ্চাদের সর্দি কাশির ঔষধের নাম

Ace plus (বাচ্চাদের সর্দি কাশির ঔষধের নাম)

Ace plus হলো বাচ্চাদের জন্য এমন ঔষধ যেটা সর্দি-কাশি দূর করতে সাহায্য করে। এসি প্লাস নাম বললে দোকানদার এই ঔষধ দিয়ে দিবে, এক পাতা এ ঔষধের দাম ২২ টাকা।

 

অর্থাৎ আপনি বাইশ টাকা খরচ করে Ace plus ঔষধ বাচ্চাদের সর্দি-কাশির জন্য প্রয়োগ করতে পারেন। যার ফলশ্রুতিতে সর্দি-কাশি বাচ্চাদের থেকে আস্তে আস্তে দূরে চলে যেতে সক্ষম হয়।

 

Napa Extra (বাচ্চাদের সর্দি কাশির ঔষধের নাম)

Napa Extra হলো বাচ্চাদের জন্য এমন ঔষধ যেটা সর্দি-কাশি দূর করতে সাহায্য করে। নাপা এক্সট্রা নাম বললে বাজারের যে কোন দোকানে নেই এই ঔষধ পাওয়া যায়। এই ঔষধ এক পাতার দাম মাত্র ২৭ টাকা। এক পাতা ঔষধে অনেকগুলি ট্যাবলেট থাকে, যেহেতু বাচ্চাদের সর্দি-কাশি সেহেতু এক পাতায় হয়ে যাবে।


অর্থাৎ আপনি ২৭ টাকা খরচ করার ফলশ্রুতিতে, বাচ্চাদের জন্য সর্দি-কাশির নাপা এক্সট্রা নামক ঔষধ ক্রয় করতে পারেন। যেটা বাচ্চাদের কার্যকারী ভাবে এক পাতাতেই সর্দি কাশি নিরাময় করতে খুবই কার্যকর হবে।

 

Ace (বাচ্চাদের সর্দি কাশির ঔষধের নাম)


Ace হলো বাচ্চাদের জন্য এমন ঔষধ যেটা সর্দি-কাশি দূর করতে সাহায্য করে। বাজারে আপনি এসি নামক বাচ্চাদের সর্দি-কাশির ওষুধের কথা বললে সেটি পেয়ে যাবার কথা। আর এই ঔষধের এক পাতার মূল্য মাত্র ১০ টাকা ৮০ পয়সা। বাচ্চাদের জন্য এক পাতায় যথেষ্ট হবে সর্দি-কাশি নিরাময় করতে, প্রতিদিন নিয়ম অনুযায়ী খাবার পর এই ঔষধ খাওয়া উচিত।

এসি ঔষধ বাচ্চাদের অতিরিক্ত খাওয়ানো যাবে না, প্রতিদিন যে কোন বেলায় একবার করে একটি ট্যাবলেট খাওয়ালে যথেষ্ট। বিশেষ করে যখন বাচ্চাদের একটু বেশি সর্দি কাশি দেখা দিবে তখন খাওয়া-দাওয়ার সময় আসলে, খাবারের পর এই ঔষধ ব্যবহার করলে বেশি ফলাফল পাওয়া যাবে। (তবে ক্ষেত্র বিশেষে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।)

See also  দাউদের সবচেয়ে ভালো মলম | ঘরোয়া এবং ডাক্তারী চিকিৎসা | pathon Setu

Napa Rapid (বাচ্চাদের সর্দি কাশির ঔষধের নাম)

Napa Rapid হলো বাচ্চাদের জন্য এমন ঔষধ যেটা সর্দি-কাশি দূর করতে সাহায্য করে। নাপা রেপিড নামক এক ঔষধ যেটি বাচ্চাদের সর্দি-কাশি দূর করতে অত্যন্ত কার্যকর। গ্রাম অঞ্চলে প্রায় দোকানে আপনি নাপা রেপিড ঔষধ পেয়ে যাবেন মাত্র ১১ টাকা ৭০ পয়সাই।

নাপা রেপিড ঔষধ বাচ্চাদের কাশি এবং সর্দি উভয় দূর করতে সাহায্য করে, পাশাপাশি এই ঔষধ বড়দের ক্ষেত্রেও প্রযোজ্য। তবে সকলেই এই ঔষধ খাওয়া দাওয়ার পর নিয়ম অনুযায়ী, বয়স হিসেবে খেতে হয়।

 

Napa Extend (বাচ্চাদের সর্দি কাশির ঔষধের নাম)

Napa Extend হলো বাচ্চাদের জন্য এমন ঔষধ যেটা সর্দি-কাশি দূর করতে সাহায্য করে। মাত্র ২৪ টাকায় পেয়ে যাচ্ছেন নাপা এক্সটেন্ড। এটাই যেমন তেমন ঔষধ নয় এটি বাচ্চাদের সহ সকল মানুষের সর্দি কাশি দূর করার জন্য খুবই কার্যকারী ঔষধ।

বাচ্চাদের এই ঔষধ খাওয়ানোর ব্যাপারে সতর্কতা অবলম্বন করা উচিত, যেটা যে কোন বেলায় খাওয়ার পর বাচ্চাদের খাওয়ানো উচিত হবে। তবে বিশেষ করে বাচ্চাদের যখন একটু বেশি হাঁচি কাশির প্রভাব দেখা দিবে তখন খাওয়ানো ভালো, কারণ অতিরিক্ত এই ঔষধ সেবন করলে বাচ্চাদের একটু সমস্যা হতে পারে।

Fast Plus (বাচ্চাদের সর্দি কাশির ঔষধের নাম)

Fast Plus হলো বাচ্চাদের জন্য এমন ঔষধ যেটা সর্দি-কাশি দূর করতে সাহায্য করে। মাত্র একুশ টাকা ৬০ পয়সাই আপনি ফার্স্ট প্লাস যে ঔষধ পাবেন, এই ঔষধ বাচ্চাদের সর্দি-কাশি দূর করতে সাহায্য করবে। এই ঔষধ বাজার ঘাটের সকল দোকানেই পাওয়া যায়।

আপনি দোকানে গিয়ে ফাস্ট প্লাস ওর সাথে কথা, যেটা সর্দি-কাশির ঔষধ বললেই এই ঔষধ পেয়ে যাবেন। যেকোনো খাবারের পর বাচ্চাদের প্রতিদিন কম করে একবার একটি করে ট্যাবলেট গ্রহণ করাতে হবে। তাহলে বাচ্চাদের সর্দি-কাশি আস্তে আস্তে দূর হবে।

বাচ্চাদের সর্দির সিরাপের নাম

বাচ্চাদের সর্দির সিরাপের নামঃ তুশকা প্লাস সিরাপ, এডোভাস সিরাপ, নেকটার সিরাপ, ওকফ সিরাপ ইত্যাদি সিরাপ গুলি বাচ্চাদের সর্দির জন্য খুবই বিশ্বস্ত। বাংলাদেশেও এই সিরাপ গুলি বাচ্চাদের জন্য পাওয়া যায় যেটা সর্দির জন্য বেশ ভালই কার্যকর হয়ে থাকে।

বাচ্চাদের সর্দি হলে কি খাওয়া উচিত

বাচ্চাদের সর্দি হলে কি খাওয়া উচিতঃ বাচ্চাদের সর্দি হলে আদা দিয়ে তৈরি সিরাপ পান করে খাওয়া উচিত। আবার বাচ্চাদের সর্দি হলে মধু খাওয়া উচিত। বাচ্চাদের অতিরিক্ত বড় বড় খাবার সর্দি হলে ইচ্ছা থাকা সত্বেও দেওয়া উচিত নয়।

ছোট বাচ্চার সর্দি কাশি

ছোট বাচ্চার সর্দি কাশিঃ সর্দি কাশি এমন যেটা ছোট বাচ্চাদেরও হয়ে থাকে। তবে এর জন্য আমাদের সঠিক ব্যবস্থা সঠিক সময়ে গ্রহণ না করলে আস্তে আস্তে সমস্যাটি বড় হতে পারে। তাই দ্বিধাবোধ না করে ছোট বাচ্চাদেরও সর্দি-কাশির সঠিক ব্যবস্থা নেওয়া উচিত।

 

আমার শেষ কথা: “বাচ্চাদের সর্দি কাশির ঔষধের নাম” সম্পর্কিত এই ব্লগ পোস্টটি আপনার উপকারে আসলে অবশ্যই দয়া করে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ । 

 

মানুষ যা লিখে সার্চ করেন :- বাচ্চাদের সর্দি কাশির ঔষধের নাম, বাচ্চাদের কাশির সিরাপের নাম, বাচ্চাদের কাশির এন্টিবায়োটিক ঔষধের নাম, ছোট বাচ্চার সর্দি কাশি, জ্বর সর্দি কাশির ঔষধের নাম, বাচ্চাদের কাশির সিরাপ টোফেন, বাচ্চাদের সর্দি হলে কি খাওয়া উচিত

Leave a Comment