টেলিটক অফার দেখার নিয়ম | অফার দেখার কোড, মিনিট অফার কোড
টেলিটক অফার দেখার নিয়ম:বাংলাদেশের একমাত্র সরকারি সিম অপারেটর টেলিটক। টেলিটক সিম গ্রাহকদের সুবিধার্থে বিভিন্ন সময়ে দারুন ও আকর্ষণীয় সব অফার দিয়ে থাকে। এই লেখাটিতে আমরা টেলিটক অফার দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
![]() |
টেলিটক অফার দেখার নিয়ম |
তিনটি বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত হওয়ায় নাগরিকদের সুবিধার্থে, বিশেষ করে স্টুডেন্টদের জন্য আকর্ষণীয় সকল অফার চালু আছে। আপনারা কয়েকটি পদ্ধতি অবলম্বন করে খুব সহজেই টেলিটক সিমের অফার দেখতে পারবেন।
টেলিটক অফার দেখার নিয়ম
টেলিটক সিমের অফার দেখার জন্য MyTeletalk মোবাইল অ্যাপস ব্যবহার করতে পারেন অথবা মোবাইলে কোড ডায়াল করার মাধ্যমে টেলিটক সিমের সকল অফার দেখতে পারেন। Google প্লে স্টোর থেকে MyTeletalk অ্যাপসটি সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন।
টেলিটক সিমের দারুন সব অফার গুলো দেখার জন্য MyTeletalk মোবাইল অ্যাপস এর পাশাপাশি ডায়াল কোড ব্যবহার করতে পারেন। টেলিটক কোম্পানি কর্তৃক পাওয়া ডায়াল কোড গুলো এবং MyTeletalk অ্যাপসের মাধ্যমে অফার চেক করার নিয়ম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
আরো পড়ুন:
মাই টেলিটক অ্যাপস এর সাহায্যে অফার চেক
মাই টেলিটক অ্যাপস এর সাহায্যে খুব সহজেই আপনার টেলিটক সিমের সকল অফার গুলো চেক করতে পারবেন। এর জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে MyTeletalk মোবাইল অ্যাপসটি ডাউনলোড করে নিবেন।
-
তারপরে অ্যাপসে প্রবেশ করে আপনার মোবাইল নাম্বার বসিয়ে get OTP বাটনে ক্লিক করুন।
-
উক্ত মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে একটি ওটিপি কোড পাঠানো হবে, কোডটি ভেরিফিকেশন কমপ্লিট করুন।
-
তারপরে চাইলে নতুন একটি পাসওয়ার্ড সেট করে দিতে পারেন।
-
MyTeletalk অ্যাপসে প্রবেশ করে offer অপশনে গেলে, বর্তমানে আপনার সিমের চলতি অফার গুলো দেখতে পাবেন।
এই পদ্ধতি অবলম্বন করে খুব সহজেই আপনার টেলিটক অ্যাপস ব্যবহার করে যেকোনো ধরনের অফার চেক করতে পারবেন।
টেলিটক অফার দেখার কোড
টেলিটক সিমের একটিমাত্র ডায়াল কোড ব্যবহার করে মিনিট অফার, এমবি অফার, এসএমএস অফার সহ সকল ধরনের অফার চেক করতে পারবেন। টেলিটক অফার দেখার কোড হল *১১১#। আপনার মোবাইল ফোনের ডায়াল অপশনে গিয়ে *১১১# কোডটি ডায়াল করে টেলিটকের সকল অফার চেক করে নিন।
টেলিটক সিম কেনার উপায় – সম্পর্কে বিস্তারিত জানতে পারেন এই লেখাটি থেকে। আপনি যদি টেলিটক সিমের মিনিট অফার, এসএমএস অফার ও মেগাবাইট এর অফার সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাহলে *১১১# ডায়াল করে জেনে নিতে পারেন।
টেলিটক ইন্টারনেট অফার কোড
*১১১# ডায়াল করে টেলিটক সিমের সকল অফার দেখে নিতে পারবেন। তবে আপনাদের সুবিধার্থে আলাদাভাবে টেলিটক সিমের কয়েকটি ইন্টারনেট প্যাকেজ এর কোড নিচে দেয়া হল।
-
১ জিবি ২২ টাকা ৭ দিন – ডায়াল কোড *১১১*৬০০#
-
১ জিবি ৪৫ টাকা ৩০ দিন – ডায়াল কোড *১১১*৬০১#
-
৩ জিবি ৫৫ টাকা ১০ দিন – ডায়াল কোড *১১১*৬০৩#
-
৫ জিবি ৯১ টাকা ১৫ দিন – ডায়াল কোড *১১১*৬০৫#
-
১০ জিবি ১৭৭ টাকা ৩০ দিন – ডায়াল কোড *১১১*৬১০#
-
১০ জিবি ৯৭ টাকা ১০ দিন – ডায়াল কোড *১১১*৯৭#
-
বিশেষ দৃষ্টব্যঃ টেলিটক সিম কোম্পানি যেকোনো সময় এই অফার গুলো পরিবর্তনের অধিকার রাখে।
টেলিটক মিনিট অফার কোড
আপনি যদি একজন টেলিটক সিম ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে এই লেখাটি আপনার জন্য। টেলিটক কোম্পানির যেকোনো ধরনের সিমের অফার একই পদ্ধতিতে দেখতে পারবেন।
-
২৩ মিনিট ১৪ টাকা ৩ দিন – ডায়াল কোড *১১১*১৪#
-
৫৩ মিনিট ৩২ টাকা ৫ দিন – ডায়াল কোড *১১১*৩২#
-
১৪৩ মিনিট ৪৮ টাকা ৭ দিন – ডায়াল কোড *১১১*৮৬#
-
৪৭৭ মিনিট ২৮৭ টাকা ৩০ দিন – ডায়াল কোড *১১১*২৮৭#
বর্তমান টেলিটক সিমে এই মিনিট অফার গুলো চালু আছে। আপনারা উক্ত কোড ব্যবহার করে মিনিট অফার গুলো উপভোগ করতে পারেন। সম্মানিত পাঠক বৃন্দ আশা করি টেলিটক অফার দেখার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন। আজকের লেখাটি এখানেই সমাপ্ত ঘোষণা করছে।