একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো
তোমাদের ইতিহাস বই এর পঞ্চম অধ্যায়ের কিছু বড় প্রশ্ন এবং mcq টাইপ প্রশ্ন জুগলি তোমরা সম্পূর্ণভাবে তোমাদের ইতিহাস বইয়ে পেয়ে যাবে এবং যেগুলি তোমরা পরীক্ষার কমনও পেয়ে যাবে তাই চলো প্রিয় একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা পরীক্ষায় আসার মত যে পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উত্তর গুলো আছে সেগুলো ভালো করে দেখে নিয়
![]() |
একাদশ শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর ভারতীয় উপমহাদেশের অর্থনীতি । class 11 history big questions |
3. ভারতীয় উপমহাদেশের অর্থনীতিতে ইন্দো রোম বাণিজ্যের প্রভাব লেখ? ভারতীয় উপমহাদেশের তৃতীয় নগরায়নের তিনটি কারণ ব্যাখ্যা করো?
ইন্দো রোম বাণিজ্যের প্রভাবঃ- ভারতীয় উপমহাদেশের অর্থনীতিতে ইন্দো রোম বাণিজ্যের প্রভাব দেখা যায় মূলত মৌর্যতর পর্বে । এই বাণিজ্যের মাধ্যমে ভারত ও রোম উভয় সমৃদ্ধ হয় । বাণিজ্য যেসকল প্রভাব ভারতের উপর পড়েছিল সেগুলি হল যথাক্রমে——-
অর্থনৈতিক সমৃদ্ধিঃ- ইন্দো রোম বাণিজ্যের ফলে ভারতে কুশান ও সাতবাহন আমলে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে । সেই সময়ে রুমের বাজারে ভারতীয় ঢাকায় মসলিনের বিশেষ খ্যাতি ছিল ।
সমৃদ্ধশালী নগরের উদ্ভবঃ- প্রাচীনকালে ইন্দো রোম বাণিজ্যের সুবাদে সাতবাহন ও কুশান শাসনাধীনে বেশকিছু সমৃদ্ধ নগরের উদ্ভব ঘটে ।
উত্তর ভারতে —– মথুরা, বারাণসী, কৌশাম্বী ও দক্ষিণ ভারতে —- অমরাবতী প্রভৃতি ।
সাংস্কৃতিক বিকাশঃ- ইন্দো রোম বাণিজ্য ভারতীয় উপমহাদেশের সাংস্কৃতিক ভাস্কর্যকে সমৃদ্ধ করেছিল। এর প্রকৃষ্ট উদাহরণ হল– ”গান্ধার শিল্পের বিকাশ” । এছাড়াও ভারতীয় মনিমুক্তা ও কারুকার্যের ওপর রোমান শিল্পনীতি প্রভাব পড়েছিল ।
তৃতীয় নগরায়নের কারণঃ- আদি মধ্যকালীন ভারতে বানিজ্য প্রসার পরবর্তীকালে তৃতীয় নগরায়ন এর পথ প্রশস্ত করেছিল । এর কারণ গুলি ছিল মূলত—
কৃষির বিকাশঃ- প্রাচীন ভারতের নগরায়নের মূল ভিত্তি ছিল কৃষি কৃষি । পণ্যের উপর ভিত্তি করে বাণিজ্য ও শিল্পের সূচনা হয় এর ফলে নগরের উদ্ভব ঘটে ।
ধর্মস্থানঃ- প্রাচীন ভারতে ধর্ম স্থান কে কেন্দ্র করে নগরজীবন প্রতিষ্ঠিত হয় যেমন রাজগৃহ , পাটলিপুত্র প্রভৃতি স্থানে বুদ্ধদেবের ধর্ম প্রচার ও তীর্থস্থান গড়ে ওঠায় স্থান গুলি জনপ্রিয় নগরের পরিণত হয় ।
রাজনৈতিক অধিপত্যঃ- আদি মধ্যযুগের শক্তিশালী শাসক দলের নেতৃত্বে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় বিভিন্নস্থানে রাজনৈতিক কেন্দ্র গড়ে ওঠে ও রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে । যা তৃতীয় নগরায়ন এর উন্মেষের পথ প্রশস্ত করে ।
উপরোক্ত কারণগুলোর জন্য ভারতীয় উপমহাদেশে তৃতীয় নগরায়ন গড়ে ওঠে
তো এইবার আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের ইতিহাস বই এর পঞ্চম অধ্যায়ের যেসব mcq টাইপ কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলি সম্পর্কে এবং এই কোশ্চেন গুলো খুবই পরীক্ষায় আসার মত কোশ্চেন তাই বন্ধুরা তোমরা অবশ্যই আমার এই এমসিকিউ প্রশ্ন গুলা পড়বে এবং পরে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে এবং এছাড়াও আমি আরও বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর আমার এই ওয়েবসাইটে সলভ করে থাকি তাই তোমরা যদি বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর পেতে চাও তাহলে অবশ্যই আমার এই ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থাকবে এবং ফলো করবে তো চলো দেখে নেয়া যাক নিচের এমসিকিউ কোশ্চেন গুলি
১. স্পার্টাকাস কে ছিলেন?
উত্তরঃ- একজন রোমান ক্রীতদাস ও দাস বিদ্রোহের অন্যতম নেতা ।
২. গ্লাডিয়েটর কাদের বলা হয়?
উত্তরঃ- রোমান দাস যোদ্ধাদের ।
৩. রোমান দাস যোদ্ধাদের কি বলে?
উত্তরঃ- গ্লাডিয়েটর ।
৪. মিনেসিঙ্গার কাদের বলে?
উত্তরঃ- জার্মানির চারণ কবিদের ।
৫. মিনস্টেল কাকে বলে?
উত্তরঃ- ইংল্যান্ডের চারণ কবিদের ।
৬. ফ্রান্সের চারণ কবিদের কি বলা হয়?
উত্তরঃ- ট্রুবাদুড় ।
৭. ”F” চিহ্ন কাদের কপালে দেয়া থাকতো?
উত্তরঃ- রোমে পালিয়ে যাওয়া ক্রীতদাসদের কপালে ।
৮. ম্যানর হাউস এ কাদের বসবাস ছিল?
উত্তরঃ- সামন্তপ্রভুদের ।
৯. গ্যাবেল কি?
উত্তরঃ- ফ্রান্সে প্রচলিত লবণ কর ।
১০. ফ্রান্সে প্রচলিত বেগারশ্রম কি?
উত্তরঃ- করভি ।
সুপ্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ আমি তোমাদের দেখালাম তোমাদেরই ইতিহাস বই এর পঞ্চম অধ্যায়ের বড় প্রশ্ন ও কিছু এমসিকিউ শর্ট টাইপ কোশ্চেন একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের পঞ্চম অধ্যায়ের ইতিহাসের বড় প্রশ্ন উত্তর এবং এমসিকিউ শর্ট প্রশ্ন উত্তর গুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং আমি আশা করছি তোমরা একাদশ শ্রেণীর ইতিহাসের পঞ্চম অধ্যায় থেকে এই প্রশ্নগুলি কমন পেয়ে যাবে এবং এই ধরনের আরও একাদশ শ্রেণীর পঞ্চম অধ্যায়ের নিত্যনতুন প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই আমার ওয়েবসাইটে সঙ্গে যুক্ত থাকবে