একাদশ শ্রেণীর চতুর্থ অধ্যায়ের ইতিহাস বড় প্রশ্ন উত্তর
প্রিয় একাদশ শ্রেণির ছাত্রছাত্রী তোমাদের সবাইকে জানাই pathonsetu.com এর পক্ষ থেকে স্বাগতম ও অনেক অনেক ধন্যবাদ
বন্ধুরা আজকে চলে এসেছি তোমাদের জন্য ইতিহাসের চতুর্থ অধ্যায়ের কিছু বড় প্রশ্ন উত্তর এবং কিছু mcq প্রশ্ন উত্তর
বন্ধুরা তোমাদের চতুর্থ অধ্যায়ের যে পারস্যের ”ক্ষত্রপ” ও চীনের ”ম্যান্ডারিন” এর বিবরণ দাও
এই বড় প্রশ্নটি সম্পর্কে আমি নিচে পয়েন্ট ভিত্তিক করে আলোচনা করে দিয়েছি এছাড়াও mcq প্রশ্নগুলি সম্পূর্ণভাবে আমি করে দিয়েছি ।
তোমরা ভালো করে আমার এই পয়েন্ট ভিত্তিক প্রশ্ন উত্তর গুলি দেখে পড়ে নাও ।
১. পারস্যের ”ক্ষত্রপ” ও চীনের ”ম্যান্ডারিন” এর বিবরণ দাও?
উত্তরঃ-
পারস্যের ক্ষত্রপ ব্যবসার পরিচয়ঃ- ক্ষত্রপ শব্দটি এসেছে সংস্কৃত ”ক্ষত্রিয়” শব্দ থেকে, যার অর্থ হলো প্রাচীন পারস্যের প্রদেশগুলোর শাসনকর্তা ।
গঠনঃ- প্রশাসনিক একক হিসাবে ক্ষত্রপ গুলি ছিল সাম্রাজ্যর গুরুত্বপূর্ণ অংশ ব্যাকট্রিয় , মিডিয়া অধ্যুষিত, অঞ্চলে ক্ষুদ্র বাহিনী গড়ে ওঠে ।ক্ষত্রপগুলিকে তিন ভাগে ভাগ করা হয়, যথা–
(ক) কেন্দ্রীয় বৃহৎ ক্ষত্রপ
(খ) কেন্দ্রীয় ক্ষুদ্র ক্ষত্রপ
(গ) প্রাদেশিক ক্ষুদ্র ক্ষত্রপ
কার্যাবলীঃ- ক্ষত্রপদের কার্যাবলী গুলি ছিল মূলতঃ-
(ক) সামরিক দায়িত্বঃ- সৈনিক নিয়োগ, দুর্গ রক্ষণাবেক্ষণ, সৈন্য চলাচলের জন্য পথঘাট নির্মাণ প্রভৃতি সামরিক দায়িত্ব পালন করতে হত ।
(খ) বিচার সংক্রান্ত দায়িত্বঃ- ছিল প্রদেশগুলির সর্বোচ্চ বিচারক । তাঁরা দেওয়ানি ও ফৌজদারি মামলার বিচার করতো ।
(গ) কর আদায়ঃ- ক্ষত্রপদের অন্যতম কাজ ছিল প্রদেশগুলি থেকে কর আদায় করা ও রাজস্ব আদায় করা ।
(ঘ) আমলা নিয়োগঃ- প্রদেশগুলিতে ক্ষত্রপরা নানাবিধ কাজের জন্য স্থানীয় কর্মচারী বা আমলাদের নিয়োগ করতো ।
(ঙ) নিরাপত্তা দানঃ- ক্ষত্রপরা প্রদেশগুলোতে সাধারণ মানুষের জন্য নিরাপত্তা ব্যবস্থা ও দায়িত্ব পালন করত ।
ম্যান্ডারিন ব্যবস্থার পরিচয়ঃ- পর্তুগিজ ”ম্যান্ডারিম” শব্দ থেকে ম্যান্ডারিন শব্দের উৎপত্তি হয় ।ম্যান্ডারিন ছিল চীনের প্রতিভাধর সুদক্ষ কর্মচারী । চীনের মাঞ্চু রাজবংশের সময় ম্যান্ডারিন আমলা গোষ্ঠীর উদ্ভব হয় ।
নিয়োগঃ- প্রথমদিকে সম্রাটদের আত্মীয় পরিচিতিরা ম্যান্ডারিন পদে নিযুক্ত হত । পরবর্তীতে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে কঠোর প্রতিযোগিতা মুলক পরীক্ষার সূচনা হয় । প্রার্থীদের গুনমান অনুযায়ী কেন্দ্রীয় ও প্রাদেশিক অঞ্চলের নিয়োগ করা হতো ।
কার্যাবলী ও গুরুত্বঃ- ম্যান্ডারিনদের কার্যাবলী ও গুরুত্বের দিক গুলি হল যথাক্রমে–
(ক) কঠোর পরিশ্রমঃ- চীনের শিক্ষিত, সুদক্ষ ম্যান্ডারিনদের কঠোর পরিশ্রম করতে হতো ।
(খ) সম্রাটকে সহায়তাঃ- সম্রাটকে প্রশাসনিক কাজে পরামর্শ প্রদান ও অন্যান্য বিষয়ে সহায়তা প্রদান ছিল উচ্চপদস্থ ম্যান্ডারিনদের একটি গুরুত্বপূর্ণ কাজ ।
(গ) যোগসুত্র রক্ষাকারীঃ- ম্যান্ডারিনরা চিনা সম্রাটদের নিয়ম নীতির সঙ্গে স্থানীয় প্রশাসকদের যোগসূত্রের রক্ষাকারী হিসেবে কাজ করতো ।
(ঘ) শান্তি-শৃঙ্খলা রক্ষাঃ- মধ্য ও নিম্ন পদস্থ ম্যান্ডারিনরা প্রদেশ বা স্থানীয় অঞ্চলগুলিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সক্রিয় উদ্যোগ গ্রহণ করতেন ।
(ঙ) নিরাপত্তা দানঃ- ম্যান্ডারিনরা প্রদেশগুলোর শাসনভার গ্রহণ করে বৈদেশিক আক্রমণ প্রতিহত করে চীনকে সুরক্ষা প্রদান করত ।
মূল্যায়নঃ- চিনা প্রশাসনিক ব্যবস্থায় ম্যান্ডারিন গুরুত্বপূর্ণ হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি । ১৯১১ সালে কিং রাজবংশের পতন এর সঙ্গে ম্যান্ডারিন ব্যবস্থার সম্পূর্ণ পতন ঘটে এবং আধুনিক প্রশাসনিক ব্যবস্থা গড়ে ওঠে ।
তো আমার প্রিয় বন্ধুরা তোমাদের এই চতুর্থ অধ্যায়ের ইতিহাসের বড় প্রশ্ন টি আমি সম্পূর্ণ পয়েন্ট ভিত্তিক করে সব করে দিলাম সেটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং এ ধরনের আরো পয়েন্ট ভিত্তিক প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমার এই ওয়েবসাইটের সঙ্গে অবশ্যই যুক্ত থাকবে ।
এবং সর্বশেষে আমি আশা করছি যে আমার পারস্যের ”ক্ষত্রপ” ও চীনের ”ম্যান্ডারিন” এর বিবরণ দাও?এই প্রশ্নটির উত্তর তোমাদের অবশ্য ভালো লেগেছে তো চলো তোমাদের সুবিধার্থে আমি আরো নিচে চতুর্থ অধ্যায়ের আরো কিছু mcq টাইপ যে শর্ট কোশ্চেন অ্যানসার আছে সেগুলি দিয়ে দিয়েছি তো তোমরা এই চতুর্থ অধ্যায়ের শর্ট গুলো ভালো করে দেখে নাও ।
তো একাদশ শ্রেণির প্রিয় ছাত্র ছাত্রী তোমরা অবশ্যই এই এমসিকিউ কোশ্চেন আর বড় কোশ্চেন গুলো ভালো করে দেখে নাও কারণ এগুলো খুবই প্রয়োজন এবং এগুলি পরীক্ষায় আসার মত প্রশ্ন তো চলো নিচে দেখে নেয়া যাক এই প্রশ্নবলি ।
১. ভারতে ইকতা প্রথার প্রবর্তক কে করেন?
উত্তরঃ- ইলতুৎমিস ।
২. জিয়াউদ্দিন বরনী- র লেখা দুটি গ্রন্থের নাম লেখ?
উত্তরঃ- তারিখ- ই -ফিরোজশাহী ও ফতোয়া- ই -জাহান্দারি ।
৩. রাষ্ট্রের স্বার্থে ক্ষমতা স্বতন্ত্রীকরন নীতি কে প্রবর্তন করেন?
উত্তরঃ- মন্তেস্কু ।
৪. ইংরেজি ” mandarin ”শব্দটি এসেছে কোন শব্দ থেকে?
উত্তরঃ- পর্তুগিজ ।
৫. মনসব শব্দের অর্থ কি?
উত্তরঃ- পদমর্যাদা ।
৬. সম্রাট আকবর কত খ্রিস্টাব্দে মনসবদারি প্রথা চালু করেন?
উত্তরঃ- ১৫৭৭ খ্রিস্টাব্দে ।
৭. কে কবে ”Act of Supremacy” ঘোষণা করেন?
উত্তরঃ- টমাস ক্রমওয়েল , ১৫৩৪ খ্রিস্টাব্দে ।
৮. ”Act of Supremacy” কোথাকার অংশ?
উত্তরঃ- ইংল্যান্ডের ।
৯. ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলনের প্রথম উদ্যোগ কে নিয়েছিলেন?
উত্তরঃ- অষ্টম হেনরি ।
১০. টিউডর স্বৈরতন্ত্রের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ- ষ্টম হেনরি ।
সুপ্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের এই চতুর্থ অধ্যায়ের বড় প্রশ্ন mcq টাইপ যে প্রশ্ন উত্তর গুলো আমি করে দিলাম সেগুলি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং আমার এই ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থাকবে আরো নতুন নতুন সাজেশন প্রশ্ন উত্তর পাওয়ার জন্য ।