অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও ইতিহাস পেজ 15 অধ্যায় 4 নমুনা প্রশ্নোত্তর । Class 8 Pathon Setu Poribesh o itihas Page15 Addhay 4 Solve

অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও ইতিহাস পেজ 15 অধ্যায় 4 নমুনা প্রশ্নোত্তর । Class 8 Pathon Setu Poribesh o itihas Page15 Addhay 4 Solve


অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও ইতিহাস পেজ 15 অধ্যায় 4 নমুনা প্রশ্নোত্তর । Class 8 Pathon Setu Poribesh o itihas Page15 Addhay 4 Solve
অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও ইতিহাস পেজ 15 অধ্যায় 4 নমুনা প্রশ্নোত্তর

১. অতি সংক্ষেপে উত্তর দাও (একটি-দুটি বাক্যে) :


(ক) মহাজনপদের আমলে মানুষের প্রধান জীবিকা কী ছিলো? 

উত্তরঃ-কৃষিকাজ। 

(খ) প্রাচীন ভারতে দ্বিতীয় ‘নগরায়ণ’ কোথায় হয়েছিলো? 

উত্তরঃ-গঙ্গা নদীর উপত্যকায় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের দ্বিতীয় নগরায়ন হয়েছিল। 

(গ) কুষাণ আমলে কোথায় গোলমরিচ উৎপাদন হতো?

উত্তরঃকেরালায়। 

 (ঘ) গুপ্ত আমলে দক্ষিণ ভারতে কী কী ফসল উৎপাদিত হতো?

উত্তরঃ-ধান, তুলো, নীল ,সরষে ও  তৈলবীজ উৎপাদন হতো।  

 ২. শূন্যস্থান পূরণ করো :

(ক) ষোড়শ মহাজনপদের সময়কালে_________________ছিল প্রধান ফসল ৷

উত্তরঃ- ধান।

(খ) কুষাণ শাসনকালে দাক্ষিণাত্যের কালো মাটিতে_________________চাষ হতো।

উত্তরঃ-তুলো।

(গ) কুষাণ আমলে চিনের_______________ছিল আমদানি দ্রব্যের মধ্যে প্রধান।

উত্তরঃ-রেশম। 

(ঘ) দক্ষিণ ভারতে________________সন্তানের নামের সঙ্গে যুক্ত হতো।

উত্তরঃ-মায়ের নাম। 

 ৩.ঠিক-ভুল নির্ণয় করো :

(ক) কুষাণ যুগে পরিবার ছিল মাতৃতান্ত্রিক।

উত্তরঃ-ভুল।

(খ) গুপ্তযুগে ভূমিদান ব্যবস্থা চালু ছিল।

উত্তরঃ-ঠিক। 

(গ) ষোড়শ মহাজনপদের সময়কালে কৃষি ছাড়াও পশুপালন ছিল গুরুত্বপূর্ণ জীবিকা।

উত্তরঃ-ঠিক। 

 (ঘ) মেয়েরা বিয়ের সময় কিছু সম্পদ পেত, যাকে স্ত্রীধন বলা হতো


উত্তরঃ-ঠিক। 


See also  অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও ইতিহাস পেজ ২০ অধ্যায় ৫ নমুনা প্রশ্নোত্তর । Class 8 Pathon Setu Poribesh o itihas Page 20 Addhay 5 Solve