অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও ইতিহাস পেজ ২০ অধ্যায় ৫ নমুনা প্রশ্নোত্তর । Class 8 Pathon Setu Poribesh o itihas Page 20 Addhay 5 Solve

অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও ইতিহাস পেজ ২০ অধ্যায় ৫ নমুনা প্রশ্নোত্তর । Class 8 Pathon Setu Poribesh o itihas Page 20 Addhay 5 Solve


অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও ইতিহাস পেজ ২০ অধ্যায় ৫ নমুনা প্রশ্নোত্তর । Class 8 Pathon Setu Poribesh o itihas Page 20 Addhay  5 Solve
অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও ইতিহাস

১. শূন্যস্থান পূরণ করো :

(ক) ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্য______________________। 

উত্তরঃ- মৌর্য সাম্রাজ্য। 

(খ) প্রিয়দর্শী উপাধি নিয়েছিলেন________________।

উত্তরঃ- সম্রাট অশোক।

(গ) কুষাণ সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন____________________।

উত্তরঃ- প্রথম কনিষ্ক।

(ঘ) সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা______________________।

উত্তরঃ- সিমুক। 

(ঙ) হুন আক্রমণ প্রতিহত করেছিলে____________________।

উত্তরঃ- স্কন্দগুপ্ত। 

 ২.ঠিক-ভুল নির্ণয় করো :

(ক) কুষাণ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন বিম কদফিসেস।

উত্তরঃ- ভুল। 

(খ) শকাব্দের প্রচলন করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

উত্তরঃ-  ভুল। 

 (ঙ) পুষ্যভৃতি বংশের রাজা ছিলেন হর্ষবর্ধন।

উত্তরঃ- ঠিক। 

(গ) গুপ্তাব্দের প্রচলন করেন প্রথম চন্দ্রগুপ্ত।

উত্তরঃ-  ঠিক। 

(ঘ) কলিঙ্গ যুদ্ধ হয়েছিল অশোকের সময়।

উত্তরঃ-  ঠিক। 

৩. অতি সংক্ষেপে উত্তর দাও (একটি-দুটি বাক্যে) :

(ক) সমুদ্রগুপ্ত কেন স্মরণীয় ?

উত্তরঃ- সমুদ্র গুপ্ত উত্তর ভারতের নয়জন শাসক ও দক্ষিণাত্যে বারোজন রাজাকে পরাজিত করে সাম্রাজ্য বিস্তার করেছিলেন এবং এই সময় গুপ্ত সাম্রাজ্যের আকার সবচেয়ে বিস্তৃত ছিল, তাই তিনি স্মরণীয়।

(খ) কণিষ্কের সময়ের দুটি উল্লেখযোগ্য ঘটনা লেখো।

উত্তরঃ- ( ১ )  কুষাণ সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন কনিষ্ক।  ( ২) শকাব্দের প্রচলন করেছিলেন।  

             

(গ) কাকে, কেন ‘শকারি’ বলা হয় ?  

উত্তরঃ- দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকক্ষত্রপ  শাসন উচ্ছেদ করেছিলেন তাই তাকে ‘সরকারি’ বলা হয়ে থাকে। 

See also  অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও বিজ্ঞান পেজ 9 অধ্যায় 2 নমুনা প্রশ্নোত্তর । Class 8 Pathon Setu Poribesh Biggan Page 9 Addhay 2 Solve