অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও ইতিহাস পেজ ৩০ অধ্যায় ৭ নমুনা প্রশ্নোত্তর । Class 8 Pathon Setu Poribesh o itihas Page 30 Addhay 7 Solve

 ১. অতি সংক্ষেপে উত্তর দাও (একটি-দুটি বাক্যে) :

 

(ক) কবে, কাদের মধ্যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল?


উত্তরঃ- সালে মোহাম্মদ ঘরির নেতৃত্বাধীন ঘুরি বাহিনী ও পৃথ্বীরাজ চৌহান এর নেতৃত্বে চৌহান রাজপুত বাহিনীর মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়।


(খ) কে, কবে ভারতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেছিল?


উত্তরঃ-কুতুবউদ্দিন আইবক (১২০৬-১০খ্রিষ্টাব্দ) 


 (গ) দিল্লি সুলতানির প্রথম ও শেষ নারী শাসক কে?


উত্তরঃ-রাজিয়া সুলতানা(১২০৫-১২৪০) পুরনো নাম সুলতান রাজিয়া-  উদ -দুনয়া ছিলেন সুলতান ইলতুৎমিসের কন্যাও ভারতবর্ষের প্রথম মহিলা শাসক। 


(ঘ) কোন সুলতান রেশন ব্যবস্থা চালু করেছিলেন.


উত্তরঃ- আলাউদ্দিন খলজী।


২. ডানদিকের সাথে বামদিক মিলিয়ে লেখ :



 (i) চল্লিশ চক্র————– উত্তরঃ-(খ) ইলতুৎমিস


 (ii) সিজদা ও পাইবস——————উত্তরঃ-(গ) বলবন


 (iii) তামার মুদ্রার প্রচলন—————-উত্তরঃ-(ঘ) মহম্মদ বিন তুঘলক


 (iv) একডালা দূর্গ —————–উত্তরঃ-(ক) ফিরোজ শাহ তুঘলক

৩.নিম্নলিখিত বছরগুলো গুরুত্বপূর্ণ কেন একটি করে বাক্যে লেখো :


(ক) ১১৯২ খ্রিস্টাব্দ


উত্তরঃ-তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল।


(খ) ১২০৬ খ্রিস্টাব্দ


উত্তরঃ-কুতুবউদ্দিন আইবক এর দিল্লির সিংহাসনে যোগদান দেয়। 


(গ) ১৫২৬ খ্রিস্টাব


উত্তরঃ-পানিপথের প্রথম যুদ্ধ, ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিলেন; বাবর দ্বারা মুঘল শাসনের ভিত্তি।

8.সংক্ষেপে উত্তর দাও (তিন-চারটি বাক্যে) :



(ক) সিজদা ও পাইবস কী?


উত্তরঃ-সিজদাঃ সুলতান কে সাষ্টাঙ্গ প্রণাম  করা (সামনের দিকে মাটির উপরে ছড়িয়ে পড়া সুলতানের শক্তি স্বীকার করার জন্য কারো কপাল মাটিতে স্পর্শ করা।) 


পাইবসঃসুলতানের পদযুগল চুম্বন করা (সুলতানের পায় চুম্বন করা  তার শক্তি স্বীকার করার জন্য।) 

(খ) আলাউদ্দিন খলজীর অর্থনৈতিক সংস্কার সম্পর্কে যা জান লেখো।


উত্তরঃ-সষ্ঠুভাবে শাসন ব্যবস্থা পরিচালনা রাজ্যজয় ও মোগল আক্রমণ প্রতিহত করার জন্য আলাউদ্দিন এক বিশাল সেনা গঠন করেছিল।এই সেনাদলের ব্যয় নির্বাহের জন্য প্রচুর অর্থের প্রয়োজন ছিল।তাই অর্থ জমানোর জন্য তিনি একাধিক অর্থনীতিক সূচি গ্রহণ করেন। 

See also  অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও বিজ্ঞান পেজ ৪ অধ্যায় ১ নমুনা প্রশ্নোত্তর । Class 8 Pathon Setu Poribesh Biggan Page 4 Addhay 1 Solve


 (গ) মহম্মদ বিন তুঘলকের যেকোনো দুটি শাসন সংস্কারের পরিচয় দাও।



উত্তরঃ। (১)দেয়াব  অঞ্চলে রাজস্ব বৃদ্ধি কিন্তু অনাবৃষ্টির কারণে অপারগ প্রজাদের বিদ্রোহ ও শেষে তার প্রতিকার হিসেবে প্রজাদের রণক দানে সমস্যার সমাধান।

(২) দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী  স্থানান্তর করে তার নামকরণ করেন দৌলতাবাদ এক্ষেত্রে বাধ্য করেন দিল্লিবাসীকে এর স্থান পরিবর্তন করতে কিন্তু পথে দুর্ঘটনায় নাগরিকের মৃত্যু হলে তাদের আবার স্বরাজ্য ফেরত পাঠান।