অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও বিজ্ঞান পেজ ৪ অধ্যায় ১ নমুনা প্রশ্নোত্তর । Class 8 Pathon Setu Poribesh Biggan Page 4 Addhay 1 Solve

 ১. ঠিক উত্তর নির্বাচন করো :

১. চাপের SI এককটি হলো – 

ক) নিউটন 

খ) নিউটন/মিটার 

গ) নিউটন/বর্গমিটার 

ঘ) ডাইন/বর্গসেন্টিমিটার। 

উত্তরঃ-খ) নিউটন/মিটার 

২. শূন্যস্থান পূরণ করো :

একটি চোঙাকৃতির ড্রামের তলদেশে জলের চাপ …………………….হবে যদি ড্রামের অর্ধেক জল বার করা হয়।

উত্তরঃ– অর্ধেক ।  

৩. ঠিক বাক্যের পাশে  আর ভুল বাক্যের পাশে ‘×’ চিহ্ন দাও :

৩.১ একই উচ্চতার পারদ স্তম্ভ ও জল স্তম্ভের চাপ সমান।

উত্তরঃ- ভুল ।

৩.২ জলে স্থির অবস্থায় ভাসমান বস্তুর ওজন ও বস্তুর উপর ক্রিয়াশীল প্লবতার মান সমান।

উত্তরঃ- ঠিক ।

৪. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :

৪.১ এক লিটার জল ও এক লিটার গাঢ় নুনজলের মধ্যে কোনটি 10 বর্গসেন্টিমিটার ক্ষেত্রফলে বেশি চাপ প্রয়োগ করবে?  কেন?

উত্তরঃ- আমরা জানি চাপ সমান বল বাই ক্ষেত্রফল । 

1 লিটার জল ও এক লিটার নুন জলের ওজন একই হওয়া সত্বেও ঘনত্ব আলাদা । নুন জলের ঘনত্ব বেশি। এছাড়া চাপ ঘনত্বের উপর নির্ভর করে । তাই বেশি চাপ প্রয়োগ করবে ।

৪.২ একটি পেনের পিছনের দিক অপেক্ষা নিবের সাহায্যে সহজেই একটি কাগজে ছিদ্র করা যায় ব্যাখ্যা করো।

উত্তরঃ- আমরা জানি চাপ সমান বল বাই ক্ষেত্রফল । 

একটি পেনের পিছনের দিকের চেয়ে নিবের ক্ষেত্রফল অনেক কম। তাই নিব বেশি পরিমাণ চাপ সৃষ্টি করতে পারে । ফলে সহজেই কাগজ ফুটো হয়ে যায় । 


See also