১.অতি সংক্ষিপ্ত প্রশ্ন (একটি-দুটি বাক্যে) :
(ক) বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তর ঃ- হরিহর ও বুক্কা
(খ) বিজয়নগর রাজ্যে আগত দুজন বিদেশী পর্যটকের নাম লেখ।
উত্তর ঃ- নিকোলো কন্টি, আব্দুর রাজ্জাক।
(গ) বিজয়নগর রাজ্যটি কোথায় অবস্থিত?
উত্তর ঃ- দক্ষিণাত্যে তুঙ্গভদ্র নদীর তীরে অবস্থিত।
(ঘ) বানিহাটির যুদ্ধ কবে হয়েছিল?
উত্তর ঃ- ১৫৬২ খ্রিস্টাব্দে।
(ঙ) বিজয়নগরে মোট কটি বংশ রাজত্ব করেছিল?
উত্তর ঃ- চারটে।
২. শূন্যস্থান পূরণ কর :
(ক) সঙ্গম বংশের প্রথম রাজা_________________।
উত্তর ঃ- কৃষ্ণদেব রায়।
(খ) পেজ ছিলেন____________________ পর্যটক।
উত্তর ঃ- পর্তুগিজ।
(গ) ‘আমুক্তমাল্যদা’ গ্রন্থটি___________________রচনা করেছিলেন।
উত্তর ঃ- কৃষ্ণদেব রায়।
(ঘ) অরবিভু বংশের শেষ শাসক ______________________।
উত্তর ঃ- দ্বিতীয় বেঙ্কট।
(ঙ) তুলুভ বংশের শ্রেষ্ঠ রাজা______________________।
উত্তর ঃ- কৃষ্ণদেব রায়।
৩.‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :
সালুভ– ————উত্তর ঃ- নরসিংহ।
বিরূপাক্ষ————– উত্তর ঃ- হরিপুর।
তিরুমল————— উত্তর ঃ- আয়বিভু।
আমুক্তমাল্যদা—————-উত্তর ঃ- কৃষ্ণদেব রায়।
নুনিজ– —————-উত্তর ঃ- পর্তুগীজ।
৪. সংক্ষিপ্ত প্রশ্ন (তিনটি-চারটি বাক্যে) :
(ক) রাজা কৃয়দেব রায়ের শাসনকাল সম্পর্কে যা জানো লেখো।
উত্তর ঃ- কৃষ্ণদেব রায় ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের একজন সম্রাট যিনি ১৫০৯-১৫২৯ খ্রিস্টাব্দে অবধি রাজত্ব করেছিলেন। তিনি তুলু রাজবংশের শাসক ছিলেন এবং তাকে সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে বিবেচনা করা হয়।
(খ) বিজয়নগর রাজ্যটির সামাজিক জীবনের বর্ণনা দাও।
উত্তর ঃ- বিজয়নগরের সমাজব্যবস্থা বহু কুসংস্কারের প্রভাব ছিল। নারীদের বাল্যবিবাহ, পনপ্রথ্ সতীদাহ প্রথা, পুরুষদের বহুবিবাহ প্রভিতি কুপ্রথা সমাজে প্রচলিত ছিল। বিদেশি পর্যটকদের মধ্যে নুনিজ অচ্যুত রায়ের পাঁচশো পত্নীর এবং পায়েজ কয়দেব রায়ের বারোজন পত্নীর উপস্থিতির উল্লেখ করেছেন।
(গ) বিজয়নগর রাজ্যের অর্থনীতি সম্পর্কে আলোচনা করো।
উত্তর ঃ- বিজয়নগরের অর্থনৈতিক জীবন সমকালীন বিদেশি পর্যটক পায়েজ, নুনিজ, আব্দুর রাজ্জাক, এডওয়ার্ড বারবোসা, নিকোলো কন্টি প্রমুখ বিজয়নগরের বিপুল ঐশ্বর্য ও দেখে মুগ্ধ হয়েছিলেন। এখানে কৃষি, শিল্প ও ব্যবসাবাণিজ্যের উন্নতির ফলে অর্থনীতিতে সমৃদ্ধি এসেছিল। দেশের সামন্ততান্ত্রিক মন্দির- অর্থনীতির বিকাশ ঘটেছিল।