৪০০০ টাকার মধ্যে ভালো মোবাইল স্মার্টফোন পাওয়া যদিও কষ্টসাধ্য। কিন্তু আজ আমি আপনাদের এমন কতগুলো স্মার্টফোন সম্পর্কে জানাবো যেগুলো আপনার এই বাজেটের মধ্যে সবচেয়ে সেরা Performance করবে।
সেরা বাজেটে ৪০০০ টাকার মধ্যে ভালো মোবাইল কিনুন |
সবচেয় কম বাজেটে সেরা মোবাইল পেতে আজকের পোস্টটি অব্যশই পড়বেন। কারণ আজ আমরা ৪০০০ টাকার মধ্যে সেরা কয়েকটি স্মার্টফোন সম্পর্কে আলোচনা করব।
৪০০০ টাকার মধ্যে ভালো মোবাইল: Realme C2s
৪০০০ হাজার টাকা বাজেটের মোবাইল গুলোর মধ্যে নম্বর ওয়ান পজিশনে রয়েছে জনপ্রিয় মোবাইল ব্যান্ড রিয়েলমির Realme C2s স্মার্টফোনটি। যেটি সর্বপ্রথম Announced হয়েছে 2020, January মাসে। এটির বর্তমান প্রাইচ ৪,০০০ টাকা।
৪০০০ হাজার টাকা বাজেটে Realme C2s মোবাইলে কি কি আছে?
সবার প্রথমে কথা বলব এর Display সম্পর্কে ফোনটির Display size 6.1 ইঞ্চি এবং 720×1560 pixels অসাধারণ রেজুলেশন। OS: Android ভার্সন 9.0 এছাড়াও ফোনটিতে রয়েছে 13MP MegaPixel অসাধারণ ক্যামরা HD 1080p, 32 GB Internal মেমোরি ও 3GB রেম এবং 4000 mAh একটি বিশাল Battery, ফোনটি আমার দেখা সবচেয়ে অসাধারণ ফোন গুলোর মধ্যে অন্যতম।
Name | Feature (Realme C2s) |
---|---|
Display | Display size 6.1 inch |
Resolution | 720×1560 Pixels |
Version | 9.0 and OS: Android |
Camera | 13MP MegaPixel HD 1080p |
RAM | 32 GB Internal & 3GB |
Battery | 4000 mAh |
৪০০০ হাজার টাকা বাজেটের: Benco Y10
৪০০০ হাজার টাকার মোবাইল গুলোর মধ্যে আমাদের আজকের আলোচনার ২য় স্থানে নিজের জায়গা করে নিয়েছে Benco কম্পানির Benco Y10 স্মার্টফোনটি। যেটি সর্বপ্রথম Released হয়েছে 2021 সালে। এটির মডেল নম্বর Y10 বর্তমান প্রাইচ 4,190.00 টাকা।
Benco Y10 স্মার্টফোনে কি কি আছে?
ফোনটির Display Size 5 inches ডুয়েল SIM সার্পোটেড, Display রেজুলেশন FWVGA, অপারেটিং সিস্টেম Android এছাড়াও এতে রয়েছে 32 জিবির বিশাল ফোন মেমোরি এবং 1 জিবি রেম। প্রাইমারি ক্যামরা ও Selfie ক্যামরা যথাক্রমে 5 মেগাপিক্সেল। এর ব্যাটারি ক্যাপাবিলিট 2500 mAh এবং বর্তমানে এটির দুটি কালার Available আছে Jade Green, Deep Blue.
Name | Feature (Benco Y10) |
---|---|
Phone Name | Benco Y10 |
Display | 5 inches |
Resolution | FWVGA (854×480) |
Operating System | Android |
Camera | 5 Megapixels |
RAM | 32 GB & 1 GB |
Battery | 2500 mAh |
Color | Jade Green & Deep Blue. |
Sim | Dual SIM supported |
৪০০০ টাকা বাজেটে: Symphony V99+ 3G
আপনার বাজেট যদি কম হয় এবং ৩০০০-৪০০০ টাকার মধ্যে ভালো স্মার্টফোন তালাশ করছেন তাহলে Symphony V99+ 3G স্মার্টফোনটি আপনার জন্য। যার বর্তমান বাজার মূল্য ৩৮৯০ টাকা। তবে বলে রাখা ভালো সময়ের সাথে সাথে দামের মধ্য কমবেশি তারতম্য দেখা যেতে পারে।
Symphony V99+ 3G ফোনে কি কি আছে?
চলুন দেখে নেওয়া যাক ৪০০০ টাকা বাজেটের এই স্মার্টফোনে কি কি পাচ্ছেন? এই বাজেটের স্মার্টফোনে পাচ্ছেন অসাধারণ রেজুলেশন HD 1280 x 720 সহ ৫ ইঞ্চি Screen সাইজ। যেটি ফোনটিকে আর্কষনীয় করে তুলেছে।
Name | Feature (Symphony V99+) |
---|---|
Phone Name | Symphony V99+ |
Display | 5 inches |
Resolution | 1280 x 720 HD |
Operating System | OS Andriod Pie V9.0 |
Processor | Quad-core, 13 GHz |
Camera | 5 megapixels |
Battery | 2000 mAh |
RAM | 8GB & 1GB |
৪০০০ টাকা বাজেটে: Symphony i12
কম বাজেটের মধ্যে আরেকটি অসাধারণ স্মার্টফোন হলো- Symphony i12 স্মার্টফোনটি যার বর্তমান বাজার মূল্য হলো ৪৩৯০ যদিও আমরা ৪০০০ টাকা বাজের স্মার্টফোন গুলো রিভিউ করছি। কিন্তু আপনি যদি আপনার বাজেটকে আরোও ২০০/৪০০ টাকা বাড়িয়ে নিতে পারেন তাহলে এই স্মার্টফোনটি আপনার জন্য।
Symphony i12 ফোনটিতে কি কি আছে?
সবার আগে কথা বলি এর ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে। কারণ এর ব্যাটারিতে ব্যবহৃত হয়েছে 2400 mAh বিশাল একটি ব্যাটারি। Screen সাইজ 5.45 ইঞ্চি যেটি প্রথম স্মার্টফোনটির তুলনায় প্রায়. 45 ইঞ্চি বেশি। এছাড়াও এতে ব্যবহৃত হয়েছে 1440 x 720 HD রেজুলেশন, Quad-core, 13 GHz এর স্মার্ট প্রসেসর, 1 জিবি রেম ও 8GB স্টোরেজ, OS Andriod 10 (Go Edition) এর ক্যামরা হিসেবে থাকছে 8 Megapixel এর অসাধারণ Back camera ও 5 Megapixel এর Selfie ক্যামরা। ৪০০০ টাকার মধ্যে এই স্মার্টফোনটি ও অসাধারণ User experience দিবে বলে আশা করা যায়।
Name | Feature (Symphony i12) |
---|---|
Phone Name | Symphony i12 |
Display | 5.45 inches |
Resolution | 1440 x 720 HD |
Operating System | OS Andriod 10 |
Processor | Quad-core, 13 GHz |
Camera | 8 Megapixel & Back 5 Megapixel |
Battery | 2400 mAh |
RAM | 8GB & 1GB |
৪০০০ হাজার টাকার মধ্যে: Walton Primo E12
আমরা সকলে জানি Walton সব সময় তাদের প্রতিটা প্রডাক্ট মানুষের সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করে। সেই ধারাবাহিকতায় ওয়ালটন এবার নিয়ে আসলো Walton Primo E12 স্মার্টফোন। যেটি সর্বপ্রথম মার্কেটে রিলিজিড হয় ২০২১ সালের আগস্ট মাসে। যার বর্তমান বাজার মূল্য ৪,৪৯০ টাকা। এটি সুধু মাত্র অফিসিয়ালি পাওয়া যাচ্ছে।
Walton Primo E12 স্মার্টফোনে কি কি আছে
৪০০০-৫০০০ টাকার বাজেটের এই স্মার্টফোনটিতে থাকছে Quad-Core- Unspecified প্রসেসর থাকছে 2000 mAh এর বিশাল সাইজের ব্যাটারি, 5.0 ইঞ্চি Display এবং 720 x 1600 pixels রেজুলেশন। এছাড়াও থাকছে 8 জিবি Internal স্টোরেজ ও 1 জিবি রেম, OS Android 10, 5 মেগাপিক্সেল ব্যাক ক্যামরা ও 2 মেগাপিক্সেল Selfie ক্যামরা।
যদিও এই বাজেটের স্মার্টফোন হিসেবে ক্যামরা গুলো আরেকটু ভালো দেওয়া যেতে পারত। যাই হোক ফোনটির অন্যান্য আরোও অনেক সুবিধা রয়েছে যেমন: এতে ব্যবহৃত হয়েছে 2G, 3G, ও 4G নেটওয়ার্ক, Bluetooth, GPS, WLAN, Radio, USB সার্পোটসহ আরোও অনেক ফিচারস। তাই বলা যায় বাজেটের তুলনায় ফোনটি অসধারণ performance করবে।
Name | Feature (Walton Primo E12) |
---|---|
Phone Name | Walton Primo E12 |
Display | 5 inches |
Resolution | 720 x 1600 HD |
Operating System | OS Android 10 |
Processor | Quad-Core- Unspecified |
Camera | 2 Megapixel & Back 5 Megapixel |
Battery | 2000 mAh |
RAM | 8GB & 1GB |
৪০০০ টাকা বাজেটে: Walton Primo E11
আমাদের আজকের আলোচনার ৬ষ্ঠ নম্বরে রয়েছে Walton কম্পানির আরেকটি অসাধারণ স্মার্টফোন Walton Primo E11. যেটি মার্কেটে এসেছে ২০২০ সালে। এটি ও বর্তমানে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে সমগ্র বাংলাদেশে। ফোনটির বর্তমান মার্কেট প্রাইচ হচ্ছে ৪,২৯৯ টাকা।
Walton Primo E11 স্মার্টফোনে কি কি পাচ্ছেন?
৪০০০ টাকা বাজেটের অসাধারণ এই সেটে পাচ্ছেন Quad-Core, 1.3 GHz প্রসেসর। 854 x 480 স্ক্রিন রেজুলেশন, 5.0 ইঞ্চি Display সাইজ ও 2000 mAh ব্যাটারি ব্যাকআপ। এছাড়াও থাকছে 1 জিবি রেম ও 16 জিবি রোম, অপারেটিং সিস্টেম Android 9, Camera 5 ও Selfie camera 5 Megapixel. অসাধারণ এই স্মার্টফোনটি পেয়ে যাচ্ছেন আপনার সাধ্যের মধ্যে।
Name | Feature (Walton Primo E11) |
---|---|
Phone Name | Walton Primo E11 |
Display | 5 inches |
Resolution | 854 x 480 pixels |
Operating System | Android 9 |
Processor | Quad-Core, 1.3 GHz |
Camera | 5 Megapixel |
Battery | 2000 mAh |
RAM | 16GB & 1GB |
৪০০০ হাজার টাকা বাজেটে: Symphony G10
বাংলাদেশের নাম করা একটি মোবাইল ব্যান্ড হলো Symphony। ৪০০০ হাজার টাকা বাজেটের স্মার্টফোন গুলোর মধ্যে এই ফোনটিরও রয়েছে অসাধারণ কিছু বৈশিষ্ট্য। যেটি মন কেড়ে নিয়েছে হাজার হাজার মোবাইল ব্যবহারকারী। সাধ্যের মধ্যে এই ফোনটির বাজার মূল্য ৪,২৯০ টাকা। এটি আপনি অফিসিয়ালি পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে।
কি কি পাচ্ছেন Symphony G10 স্মার্টফোনে?
৪০০০ টাকা বাজেটের এই ফোনে পাচ্ছেন Quad-Core, 1.4 GHz এর অসাধারণ প্রসেসর, 2000 mAh battery ব্যাকআপ, 1 জিবি রেম ও 8 জিবি স্টোরেজ। পাচ্ছেন 5 ইঞ্চি Display ও 854 x 480 রেজুলেশনের HD কোয়ালিটি। এছাড়াও থাকছে 5 মেগাপিক্সেল অসাধারণ দুটি ক্যামরা ও Andriod version 9।
Name | Feature (Symphony G10) |
---|---|
Phone Name | Symphony G10 |
Display | 5 inches |
Resolution | 854 x 480 pixels |
Operating System | Android 9 |
Processor | Quad-Core, 1.4 GHz |
Camera | 5 Megapixel |
Battery | 2000 mAh |
RAM | 8GB & 1GB |
আমার শেষ কথা
উপরিক্ত স্মার্টফোন গুলোকে আপনার বাজেটের মধ্যে রাখার চেষ্টা করেছি। আপনার বাজেট যদি ৪ থেকে ৫ হাজার টাকার মধ্যে হয়ে থাকে তাহলে অসাধরণ এই স্মার্টফোন গুলো আপনার জন্য।
আমরা মূলত স্মার্টফোন গুলোর Ram, Storage, Processor, Battery, camera ও Android version ইত্যাদি বিচার করে এদেরকে আমাদের তালিকায় স্থান দিয়েছি। আপনার জানামতে এই বাজেটের মধ্যে ভালো কোন স্মার্টফোন থাকলে অব্যশই আমাদের কমেন্ট করতে ভুলবেন না। কথা হবে অন্যকোন পোস্টে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ্য থাকুন, আল্লাহ হাফেজ।
মানুষ যা লিখে সার্চ করে: ৪০০০ টাকার মধ্যে ভালো মোবাইল,৪০০০ টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৩,৪ হাজার টাকার মোবাইল ২০২৩,Vivo ৪০০০ টাকার মোবাইল,4,000 টাকার মোবাইল 4G
আরো পড়ুন